সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার দ্য হানড্রেডের ড্রাফটে

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ২০:১৬
শেয়ার :
সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার দ্য হানড্রেডের ড্রাফটে

আগামী জুলাইতে বসবে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্যা হানড্রেড’-এর চতুর্থ আসর। আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ড্রাফট। তার আগে আজ ড্রাফটে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

এর আগে তিনটি আসর হলেও বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দেখা যায়নি ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে। তবে এবার সাকিব আল হাসান, তামিম ইকবালসহ ১৫ বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন পুরুষদের ড্রাফটে। নারী হানড্রেডের ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন পেসার জাহানারা আলম। 

পুরুষদের দ্যা হানড্রেডে নিবন্ধন করেছেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ শ্রেণি ১ লাখ ২৫ হাজার পাউন্ডে নাম লিখিয়েছেন ৭ জন বিদেশি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ দামের শ্রেণিতে আছেন ৯ ক্রিকেটার। আর তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডের তালিকায় ১৪ জন ক্রিকেটার। সাকিব এই ক্যাটাগরিতেই। 

এর পরের ক্যাটাগরি ৬০ হাজার পাউন্ডের তালিকায় আছেন বাংলাদেশের দুইজন, তামিম ইকবাল ও লিটন দাস। ৫০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 

বাকি ১০ ক্রিকেটার আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার সর্বনিম্ন দাম উল্লেখ করেননি। জাহানারাও আছেন সর্বনিম্ন মূল্য নির্ধারণ না করা খেলোয়াড়দের তালিকায়।