অ্যাপলকে ২১ হাজার কোটি টাকা জরিমানা
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ১৮০ কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার কোটি টাকারও বেশি। ২০১৯ সালে স্পটিফাইয়ের করা এক অভিযোগের ভিত্তিতে এই জরিমানা করা হয়েছে অ্যাপলকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতার পরিস্থিতি তৈরির অভিযোগ উঠেছে অ্যাপলের বিরুদ্ধে। এরপর বিষয়টি তদন্ত করে ইইউ। অ্যাপল স্টোরের বাইরে স্পটিফাই ও অন্যান্য মিউজিক স্ট্রিমিং সার্ভিসের পেমেন্ট সুবিধার ব্যাপারে গ্রাহকদের ভুল তথ্য দেওয়ার অভিযোগে গতকাল সোমবার অ্যাপলকে জরিমানা করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলছে, অ্যাপলের এই বিধিনিষেধ অন্যায্য বাণিজ্য শর্ত আরোপ করেছে। এক বিবৃতিতে ইইউ অ্যান্টিট্রাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেগার বলেছেন, এক দশক ধরে অ্যাপ স্টোরের মাধ্যমে মিউজিক স্ট্রিমিং অ্যাপস বিতরণে বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে অ্যাপল। তারা ডেভেলপারদের অ্যাপল ইকোসিস্টেমের বাইরে বিকল্প, সস্তা সংগীতসেবা সম্পর্কে ভোক্তাদের অবহিত করা থেকে বিরত রেখে তা করেছে। এটি ইইউ অ্যান্টিট্রাস্ট নিয়মে অবৈধ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস