ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
সোমবার কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, শহরের উত্তর অঞ্চলের ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলছিল। সেসময় হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস