ধানমন্ডির ‘গাওসিয়া টুইন পিক’-এর ১২ রেস্তোরাঁ সিলগালা

অনলাইন ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১৬:১৫
শেয়ার :
ধানমন্ডির ‘গাওসিয়া টুইন পিক’-এর ১২ রেস্তোরাঁ সিলগালা

রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ সড়কে ‘গাওসিয়া টুইন পিক’ নামের ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ সোমবার সকালে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ভবনটিতে অভিযান চালিয়ে রেস্তারাঁগুলো বন্ধ করে দেয়।

রাজউকের পরিচালক (জোন-৩) উপসচিব তাজিনা সারোয়ার সংবাদমাধ্যমকে বলেন, ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও, সেখানে অনুমোদন ছাড়া রেস্তোরাঁ পরিচালনা করা হয়েছে। এ কারণে সেগুলো সিলগালা করা হয়।

অভিযানে বেশ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়। এ ছাড়া ছাদে থাকা একটি রেস্তোরাঁকে ভেঙে ফেলা হয়।  

এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।