শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতি

বিনোদন প্রতিবেদক
০৪ মার্চ ২০২৪, ১৬:০৮
শেয়ার :
শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের একটি দৃশ্য

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন অনুষ্ঠিত হয়েছে গেল শুক্রবার। আয়োজনটি নিয়ে শিল্পীদের মধ্যেই নানা অসন্তোষের খবরের পর এবার সামনে এসেছে হাতাহাতির ঘটনা।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আগত দুই নারীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা। অকথ্য ভাষায় কথা বলার এক পর্যায়ে গায়ে হাতও তুলতে। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী টিনা খান ও অঞ্জনার ছেলে। তারা বিষয়টি থামানোর চেষ্টা করলেও দুই পক্ষই থামতে ছিল নারাজ।

৩ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওতে প্রথমে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পর্যন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে।

তবে কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে কেউই মুখ খোলেননি।

উল্লেখ্য, গতকাল রবিবার রাতে এমন ভিডিও প্রকাশ পায় নেটদুনিয়ায়। এর পরই এটি রীতিমতো ভাইরাল।