যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১৫:৫৭
শেয়ার :
যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক আবাসিক ভবনে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার হামলার সময় বাড়িতে পার্টি চলছিল। স্থানীয় সময় সন্ধ্যার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গুলিতে অন্তত তিনজন পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া আহত এক নারীকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

পুলিশ বলছে, অজ্ঞাত তিন বন্দুকধারী একটি গাড়ি থেকে বের হয়েই পার্টিতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এখনো কাউকে গ্রেপ্ত ার করা হয়নি।