বুরকিনা ফাসোর ৩ গ্রামে হামলা, নিহত ১৭০
বুরকিনা ফাসোর তিনটি গ্রামে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। গত সপ্তাহের এই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
স্থানীয় প্রসিকিউটর আলি বেঞ্জামিস কুলিবালি গতকাল রবিবার দেওয়া এক বিবৃতিতে বলেন, ইয়াতেঙ্গা প্রদেশের কোমসিলগা, নোদিন ও সোরো গ্রামে ২৫ ফেব্রুয়ারি হামলা চালানো হয়। হামলায় ১৭০ জনকে হত্যা করা হয়।
এ ছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছে। তবে কোন গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত তা জানাননি তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামলা থেকে বেঁচে যাওয়ারা সংবাদমাধ্যমকে জানান, ওই গোষ্ঠীর হামলায় অনেক নারী ও শিশুও প্রাণ হারিয়েছেন।
স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, সেদিনই নাতিয়াবোনির একটি মসজিদ ও একটি গির্জায় হামলা হয়েছিল। সেই হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েলেন। তবে এটি পৃথক হামলা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বুরকিনা ফাসোর বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। দেশটির বেশিরভাগ অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।