সকালেই ঢাকায় বৃষ্টি, তবুও উন্নতি নেই বায়ুর মানে
রাজধানীতে আজ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। এদিন সকাল ৮টার কিছু আগে নগরীর বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। যদিও এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে বৃষ্টি হলেও বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মানে খুব একটা উন্নতি হয়নি। অন্য দিনের মত আজও ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’।
আজ সকাল সড়ে ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী মেগাসিটির স্কোর ছিল ১৭১। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। ১৮১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর। ভারতের কোলকাতা ১৭৩ স্কোর নিয়ে এ তালিকায় তৃতীয় অবস্থানে ছিল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে আজ দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এসব এলাকার নদী বন্দরগুলোকেও ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ভোর পাঁচটার দিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। এটা বেলা একটা পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সেখানে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। আজ দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীতে আরও খানিকটা বৃষ্টি এবং অন্তত দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে।’