আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ০৮:৩৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলেক্ষে আয়োজিত কুচকাওয়াজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৯টায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড পিলখানায় এ অনুষ্ঠান হবে।

বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনের যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করবেন জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে বাংলাদেশ কর্তৃক নিয়োগকৃত আইনজীবী ডা. পায়াম আখাভান।

ছাত্রলীগের কর্মসূচি:

বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা-২০২৪ এর আয়োজন করেছে ছাত্রলীগ। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে রাত ৮টায় এর উদ্বোধী অনুষ্ঠান হবে। এতে থাকবেন শিক্ষামন্ত্রী মজিবুল হাসান চৌধূরী নওফেল, সংসদেরযুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মর্তুজা।

বিএনপির কর্মসূচি:

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

‘সিম্পোসিয়াম অন নন কমিউনিক্যাবল ডিজিস অ্যন্ড এনভাইরনমেন্টাল চ্যাঞ্জেস’ প্রোগ্রামের আয়োজন করেছে আইসিডিডিআরবি। বিকেল ৫টায় গুলশানে হোটেল ওয়েস্টিনে এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বাহাউদ্দিন নাছিমের কর্মসূচি:

সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। দুপুর ১২টায় এ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ইনোভেশন ফেয়ার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার’র উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে মেলা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীএতে প্রধান অতিথি থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।