শবে বরাত নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, শায়েখ আকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা
শবে বরাত নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে ইসলামি বক্তা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে।
আজ রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মামলার বাদী বাকীবিল্লাহ মিশকাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে একই অভিযোগে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতেও একটি মামলাটি দায়ের করা হয়। ড. মাওলানা মো. ইউসুফ জিলানী নামে এক ইসলামি বক্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।