বারবার আত্মহত্যার চেষ্টা, শেষবার সফল
দিনাজপুরের বিরামপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দবিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি। আজ রবিবার উপজেলার কাটলা ইউনিয়নের দামোদরপুর এলাকায় নিজ বাড়ির পেছনে আত্মহত্যা করেন তিনি। জানা যায় পারিবারিক কলহের জেরে বার বার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন দবিরুল।
দবিরুল ইসলাম ওই এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
পরিবারের লোকজন জানান, ‘বেশ কিছুদিন ধরে পরিবারের মধ্যে সামান্য বাকবিতণ্ডা হলেই আত্মহত্যার চেষ্টা চালাতেন দবিরুল। কয়েকবার কীটনাশক পান করেন। ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এসব বিষয়ে কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। আজ ভোরে বাড়ির পাশে পেয়ারা গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।’
বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, সকালে প্রতিবেশীরা গাছের সাথে দবিরুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় দবিরুলের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।