পটুয়াখালীতে মাছের আড়ৎসহ ৬ দোকান পুড়ে ছাই
পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরের আড়ৎ পট্টিতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ছয়টি দোকান। গতকাল রবিবার দিনগত রাত সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে আকন ফিস ও তেমন ফিস নামের দুটি মৎস্য আড়ত, তিনটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী রাজু জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়তের দোতালায় আগুন দেখে পেয়ে সবাই চিৎকার করে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পরে। প্রথমে এতো বেশি আগুন ছিল যে আমরা কাছে গিয়ে নেভানোর চেষ্টা করতে পারি নাই।
ব্যাটারি দোকানের মালিক রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। কী করব এখন কিছু বুঝতে পারছি না।’
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লাগলে তাকে হাসপাতালে পাঠাই।’