চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

অনলাইন ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১০:৫৮
শেয়ার :
চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণসহ ১২টি প্রধান আলোচ্য বিষয়ের ওপর গুরুত্বরোপ করে আজ ঢাকায় শুরু হয়েছে জেলা ডিসি সম্মেলন। চার দিনের সম্মেলনের প্রথম দিনের অধিবেশন গণভবনের শাপলা হলে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সম্মেলনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। আগামী বুধবার এ সম্মেলন শেষ হবে।

প্রতিবছর তিন দিনের সম্মেলন হলেও এবার হবে চার দিনব্যাপী। 

এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এবারের সম্মেলনে সর্বমোট অধিবেশন ৩০টি। কার্য-অধিবেশন ২৫টি (একটি উদ্বোধন অনুষ্ঠান, একটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এবং একটি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সদয় নির্দেশনা গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা একটি। এছাড়া অংশগ্রহণকারী কার্যালয় একটি (প্রধানমন্ত্রীর কার্যালয়)। একই সঙ্গে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫৬টি প্রস্তাবনা জমা পড়েছে।