ঢাকা আইনজীবী সমিতির ফলাফল বাতিল করে ফের নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৪, ২১:৫৬
শেয়ার :
ঢাকা আইনজীবী সমিতির ফলাফল বাতিল করে ফের নির্বাচন দাবি

জালিয়াতি ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা আইনজীবী সমিতির ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি-সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল।

আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে প্যানেলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএনপি-সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা খোরশেদ মিয়া আলম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

গত শুক্রবার রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন। ২০২৪-২০২৫ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী-সমর্থিত সাদা প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ পদে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল দুই সদস্য পদে জয় পেয়েছে।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘ঢাকা আইনজীবী সমিতির গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি  ভোটগ্রহনের দুই দিনে ৯ হাজার ৬৩৫টি ভোট গ্রহণ করা হয়েছে বলে ঘোষণা করা হয়। কিন্তু ভোট গণনা করার সময় দেখানো হয়েছে ৮ হাজার ৬৮৬টি। এর ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হয়। বাকি ৯৪৯টি ভোটের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে জবাব চাইতে গেলে তিনি কোনো জবাব দিতে পারেননি। আমরা নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়ম, নির্বাচনে কারচুপির আশ্রয় নেওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য তথা নীল প্যানেলের প্রার্থীরা এই নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনঃনির্বাচন দাবি করছি।’