‘আমার এলাকার অনেকেই ট্রেনে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন’

রাজবাড়ী প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ২০:২১
শেয়ার :
‘আমার এলাকার অনেকেই ট্রেনে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন’

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আমার এলাকার অনেকেই ট্রেনে চড়ে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিকিট ছাড়া কেউ পরিচয় দিয়ে ট্রেনে উঠবেন না। ভালো আচরণ করবেন। কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না।’

আজ শনিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রেলের জায়গা ভোগ দখল করতে হলে লিজ নিতে হবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে। রেলের সকল প্রকার দুর্নীতি রোধ করে, রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে। যারা বে-আইনিভাবে রেলের জায়গা দখল করে আছে, তাদের রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হবে। রেলে জায়গা ভোগ দখল করতে হলে লিজ নিতে হবে। কোনো জবরদখলকারীকে ছাড় দেওয়া হবে না।’

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। 

এসময় বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।