বেইলি রোডের ঘটনায় আরও একজনের মরদেহ হস্তান্তর
ঢাকায় বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় নিহত আরও একটি মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে। তার নাম কেএম মিনহাজ উদ্দিন (২৫)।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় মিনহাজের বড় ভাই আমিনুল ইসলাম খান মরদেহটি বুঝে নেন।
বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসআই মো. হাবিবুর বলেন, ‘আগুনের ঘটনায় দগ্ধ মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকালই মিনহাজের পরিবার ঘড়ি ও পেটের অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করেছিল। তবে অন্য একটি পরিবার দাবি করায় ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মর্গে মিনহাজসহ আরও দুটি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মিনহাজের মরদেহ দাবি করা অন্য পরিবার আজ মর্গে বলেন এটা তাদের মরদেহ না। আমাদেরটা অন্য একটি হতে পারে। এরপর মিনহাজের পরিবারকে মরদেহটি হস্তান্তর করা হয়।’
বাকি মরদেহ দুটি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?