খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা
০২ মার্চ ২০২৪, ১৭:৪১
শেয়ার :
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ির গুইমারা থেকে অস্ত্রসহ দারাছ চন্দ্র চাকমা (২২) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাক্তার টিলা নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে থেকে তাকে আটক করা হয়। 

এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন এসআই আমিনুল ইসলাম। আটক দারাছের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, প্রাথমিকভাবে ইউপিডিএফের ছাত্র সংগঠনের সদস্য বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।