রাজধানীতে মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১৭:২২
শেয়ার :
রাজধানীতে মার্কেটে আগুন

প্রতীকী ছবি

রাজধানীর নীলক্ষেতে অবস্থিত গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার অফিসার এরশাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টায় নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানিয়েছেন এরশাদ হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।