আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার চার এলাকায়
রাজধানী ঢাকার চারটি এলাকায় আজ শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর দেড়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মূলত গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য এই ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেসব এলাকা হচ্ছে— ঢাকার ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া ও শাহীনবাগ এলাকা। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।