নাভালনি মস্কোয় সমাহিত হলেন
পুতিনের কট্টর সমালোচক কারাগারে নিহত বিরোধী নেতা আলেক্সেই নাভালনি গতকাল শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় সমাহিত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি মারা যাওয়ার পর অনেক টানাপোড়েনের পর গতকাল তাকে সমাহিত করা হলো। খবর বিবিসি।
নাভালনির মারা যাওয়ার পর রুশ পুলিশ এখন পর্যন্ত ৪০০ জনকে আটক করেছে। গতকাল যারা নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন, তারাও জানেন যে রুশ পুলিশ তাদের অনুসরণ করতে পারে। এরপরও ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নাভালনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছে।
বিবিসি বলেছে, কড়া নিরাপত্তার মধ্যে নাভালনির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সমবেতরা সেখানে পুতিনবিরোধী স্লোগান দিয়েছে। নাভালনির সমর্থকরা গতকাল ‘পুতিন ছাড়া রাশিয়া’, ‘রাশিয়া মুক্ত হবে’ বলে স্লোগান দেয়। এদিকে গির্জার কাছে মার্কিন রাষ্ট্রদূতসহ আরও কয়েকজন বিদেশি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
২০২০ সালে নাভালনিকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। সেই সময় তিনি জার্মানিতে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যান।
এরপর দেশে ফিরেই গ্রেপ্তার হন। বিচারে তাকে কয়েক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গত বছর ডিসেম্বর মাসে মেরু অঞ্চলে আর্কটিক কারাগারে প্রেরণ করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে রাখা হয়েছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাঁটতে যাওয়ার পর থেকে অজ্ঞান হয়ে যান এবং তার আকস্মিক মৃত্যু ঘটে। তবে নাভালনির স্ত্রী স্পষ্ট দাবি করেছেন, পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। এমনকি হত্যার আলামত মুছে ফেলতেই মরদেহ সঙ্গে সঙ্গে হস্তান্তর করা হয়নি।