কারামুক্ত হয়েই যা বললেন বিএনপি নেতা স্বপন

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ২০:০৮
শেয়ার :
কারামুক্ত হয়েই যা বললেন বিএনপি নেতা স্বপন

কারামুক্ত হলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। তিন মাস ২৮ দিন কারাভোগের পর আজ শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, ‘মিথ্যা ভিত্তিহীন মামলায় গণতন্ত্রকামী নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন করে কোনো লাভ হয় না। ৭ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তিপূর্ণ ভোটবর্জন আহ্বানের মধ্যদিয়ে আবারও প্রমাণিত হয়েছে। আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হয়।’  

এর আগে, গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে পুলিশ। পরবর্তীকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাসহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এরপর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়।