বেইলি রোডের অগ্নিকাণ্ডে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান বাতিল
চলমান পুলিশ সপ্তাহের চতুর্থ দিনের সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছে পুলিশ সদরদপ্তর। আজ শুক্রবার পূর্বনির্ধারিত এ দিনের কর্মসূচি বাতিল করে গণমাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।
তাতে বলা হয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর বেইলি রোডে গতকাল বৃহস্পতিবার রাতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
আইজিপি আগুনের খবর পেয়ে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ এর চলমান অনুষ্ঠান সংক্ষিপ্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সেখানে ছুটে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
পুলিশ প্রধান হতাহতদের দেখতে গভীর রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সপ্তাহ-২০২৪-এর আজ শুক্রবার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা বাতিল করেছেন।
সাধারণত এ মতবিনিময় সভার পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের গেট টুগেদার হয়ে থাকে।
উল্লেখ্য, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বুয়েটে পড়ুয়া মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এছাড়া ওই ভবনে লাগা আগুনে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি আহত ও চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করেন।
গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ৪০০ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হতাহত অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অনেকে এখনো শঙ্কামুক্ত না।