সিলিন্ডার থেকে বেইলি রোডে আগুনের সূত্রপাত: র‌্যাবের ডিজি

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ১২:৪৭
শেয়ার :
সিলিন্ডার থেকে বেইলি রোডে আগুনের সূত্রপাত: র‌্যাবের ডিজি

নিচ তলার একটি দোকানের সিলিন্ডার থেকে রাজধানীর বেইলি রোডের ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

আজ শুক্রবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অগ্নিদগ্ধদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি দুঃখজনক ঘটনা। যেকোনো দুর্যোগে র‌্যাব এগিয়ে আসে, এখানেও সহযোগিতার চেষ্টা করেছি।’

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিচ তলার একটি দোকানের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছালেও অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মার্কেটে একটি মাত্র সিঁড়ি থাকায় অনেকে নামতে পারেননি। নিচে নামতে গিয়ে অনেকে পুড়ে গেছে।’

খুরশীদ হোসেন বলেন, ‘আমরা এখনো তদন্ত শুরু করিনি। ইতিমধ্যে যেহেতু একটি কমিটি গঠন হয়েছে, নিশ্চয়ই তারা বলবে কি কারণে এমন ভয়াবহ অবস্থা হয়েছে। সরকারের পক্ষ থেকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে কিছু করতে পারি না। তবে আমাদের নিজস্ব একটা তদন্ত তো থাকবেই।’

তিনি আরও বলেন, ‘সিলিন্ডার গ্যাস ব্যবহার ঝুঁকিপূর্ণ। বাসা-বাড়িতেও আমরা এমন ঘটনা দেখছি। কিন্তু সবাই সবার দায়িত্বটা ঠিকঠাক পালন করলে এসব ঘটনা এড়ানো সম্ভব।’