অনিরাপদ সিলিন্ডার ব্যবহারে ঘটছে অগ্নিকাণ্ড: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ১২:২৫
শেয়ার :
অনিরাপদ সিলিন্ডার ব্যবহারে ঘটছে অগ্নিকাণ্ড: রওশন এরশাদ

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৪৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। 

আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

রওশন এরশাদ বলেন, অনিয়ন্ত্রণ ও অনিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারে বার বার ঘটছে অগ্নিকাণ্ড। এসব ঘটনায় ঘটছে ব্যাপক প্রাণহানি। তারপরও গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সর্তকতার অভাব দেখা যাচ্ছে। 

এ সব ঘটনায় দায়িত্বশীলদের অবহেলাও পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে শোকবার্তায় রওশন এরশাদ বলেছেন, অবিলম্বে বেইলি রোডের আগুনের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। 

একই শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ।

গত ২৭ জানুয়ারি রাজধানীর গুলশানের বাসায় মতবিনিময় সভায় নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন রওশন এরশাদ। এছাড়া পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনি।