বেইলি রোডে আগুন: উদ্ধারের পর অধ্যাপক লিখলেন ‘আলহামদুলিল্লাহ’
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দিবাগত রাতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেইলি রোডের সেই আগুনে আটকা পড়েছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। অবশেষে উদ্ধারের পর তিনি ফেসবুকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা সবাই নিরাপদে নেমে এসেছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে আটকা পড়েন বহু মানুষ। তখন অধ্যাপক কামরুজ্জামান ফেসবুকে লিখেন, ‘আমি সপরিবারে বেইলি রোডে আগুনের মধ্যে রয়েছি। আমাদের জন্য দোয়া করবেন।’
এর কিছুক্ষণ পর তিনি আবার লিখেন, ‘আমরা এখনো মারা যাইনি। আমরা ছাদে আছি। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এরআগে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আগুন লাগা ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত হয়নি।’