বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিহত ২০

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৪, ০১:৪৬
শেয়ার :
বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিহত ২০

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢামেক হাসপাতালে ১১ জনের মরদেহ রয়েছে। শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে আরও ৯ জনের মরদেহ রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন লাগা ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

তিনি বলেছেন, ‘আমরা ভেতরে তল্লাশি করছি। আটকে পড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি।