চার বছর পর এই তারকা দম্পতির প্রথম বিবাহবার্ষিকী
দুই পরিবারের সম্মতিতে ২০২০ সালে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সৈয়দ জামান শাওন। ঘরোয়া আয়োজনে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় তাদের বিবাহত্তোর সংবর্ধনা। চার বছর পর আজ বৃহস্পতিবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। নিজেরদের প্রথম বিবাহবার্ষিকী পালনও করছেন শাওন-টয়া।
এখন প্রশ্ন হচ্ছে প্রথম বিবাহবার্ষিকী কীভাবে? মূলত, এই তারকা দম্পতি লিপ ইয়ারে (২৯ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন। ফলে চার বছর পর আজ এসেছে তাদের বিয়ের তারিখটি।
এদিকে আজ বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে বেশ ক’টি ছবি শেয়ার করেছেন টয়া। আর ক্যাপশনে লিখেছেন, ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। শুভ লিপ ইয়ার বিবাহবার্ষিকী সৈয়দ জামান শাওন। চল আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাদের ভালোবাসার মুহূর্তগুলোর মধ্য দিয়ে উদযাপন করি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘প্রিয় স্বামী, তুমিই আমাদের পথ চলার হৃদস্পন্দন। সব সীমাবদ্ধতা ছাড়িয়ে তুমি আমার শক্তি, ভালোবাসা এবং আনন্দের সকল উৎস। তোমার অটুট সমর্থন এবং অন্তহীন উদারতা আমার জীবনকে এমন ভাবে আলোকিত করে যা আমি কখনই ভাবিনি। আমাদের প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ। আবারও শুভ লিপ ইয়ার বার্ষিকী, আমার প্রিয় স্বামী। তোমাকে পাশে পেয়ে আমি চিরকৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে ভারতের একটি আয়োজনে একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।