পরীক্ষা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের
লালমনিরহাটের কালীগঞ্জে অটোরিকশায় করে মাস্টার্স পরীক্ষা দিতে যাচ্ছিলেন সোহেল রানা (২৬) নামের এক ছাত্র। পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কালীগঞ্জে উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈলমারি এলাকার আনোয়ার মাস্টারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১২টার দিকে অটোরিকশায় করে সোহেল রানাসহ দুই শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা দিতে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। পরে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় এলে একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান।
কালীগঞ্জে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আব্দুস সালামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।