প্রথমেই বিলম্বে শুরু পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন
অনেক নাটক ও বিলম্বের পর শুরু হয়েছে পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেড় ঘণ্টারও বেশি সময় পর তা শুরু হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর ২১ দিনের মধ্যেই নতুন সরকারের প্রথম অধিবেশন বসতে হয়। সে অনুযায়ী নতুন সরকারের প্রথম অধিবেশন বসার শেষ দিন হলো আজ ২৯ ফেব্রুয়ারি। কিন্তু তার আগে বেঁকে বসেছেন, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তিনি বলেছেন, সংসদের নিম্নকক্ষ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি জাতীয় পরিষদে অধিবেশন ডাকতে পারেন না। তবে তার এই কথার পর পিএমএল-এন ও পিপিপি নেতারা প্রেসিডেন্টের ওপর বেশ চটেছেন। তবে পরবর্তীতে জাতীয় পরিষদের সচিব নিশ্চিত করেন, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা থেকে জাতীয় অধিবেশন বসবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গতকাল বুধবার পার্লামেন্টারি কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে বেশ কথা বলেন পিএমএল-এন সুপ্রিমো ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, বিশেষ কিছু এজেন্ডায় সব রাজনৈতিক দলের একমত হওয়া উচিত। তার কথায়, আপনারা নিজেদের রাজনীতি করুন, বিরোধী দলও রাজনীতির একটি অংশ- তবে পাকিস্তানকে কখনো বিপদে ফেলবেন না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচনের ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় জোট সরকার গঠনের পদক্ষেপ নেন দেশটির রাজনীতিবিদরা। আজ শুরু হলো তার প্রথম অধিবেশন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস