বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শোলাঙ্কি

বিনোদন ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩
শেয়ার :
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শোলাঙ্কি

কলকাতা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়ার’ মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়। তবে এই সিরিয়ালের টিআরপি রেটিং ভালো না হলেও শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়ের জুটি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাই মানুষ এই অভিনেতা-অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আগ্রহী। বিশেষ করে শোলাঙ্কি রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ একটু বেশি রয়েছে।

জানা যায়, অভিনেত্রী শোলাঙ্কি নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। ২০১৮ সালে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন তিনি। ধুমধাম করে বেঁধেছিলেন সংসার। এরপর স্বামীর সঙ্গে নিউজিল্যান্ড পাড়ি দেন তিনি। তবে কয়েকবছর পর আবার কলকাতায় ফিরে আছেন তিনি, এরপর আস্তে আস্তে কমতে থাকে নিউজিল্যান্ডে যাতায়াত। মাঝে শোনা গিয়েছিল একসঙ্গে থাকেন না শোলাঙ্কি-শাক্য। তবে ডিভোর্স নিয়ে এতদিন মুখ খুলেননি এই নায়িকা। 

সব জল্পনার অবসান ঘটিয়ে নিবেদিতা নামে দেশটির একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার বিবাহ বিচ্ছেদ নিয়ে অকপটে সবটা জানালেন শোলাঙ্কি। তিনি বলেন,‘শাক্যর সঙ্গে ২০২৩ সালে আমার আইনত বিচ্ছেদ হয়েছে। হ্যাঁ আমি ডিভোর্সি। এটা আলোচনা করার মতো বিষয় নয়। আমি কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি। প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। অনেক আলোচনা, তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা। আর এটা খুব শান্তিপূর্ণ বিচ্ছেদ। এই ঘটনায় আরও একটা মানুষের পরিবার জড়িয়ে, তাই এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ আমার পেশার বোঝাটা আমি ওদের ওপর চাপিয়ে দিতে পারি না।’

শোলাঙ্কি আরও বলেন, ‘আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। ও একজন অসাধারণ মানুষ। আর এটা আমি বলার জন্য বলছি না। এটা আমি মন থেকে বিশ্বাস করি ও মানি। যখন দুটো মানুষ একসঙ্গে থাকতে চায় তখন তারা চায় সেটা সফল হোক। তবে অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তারা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক চয়েসটা নয়। সেটাই আমার ক্ষেত্রে হয়েছে।’

স্কুলজীবনের বন্ধু ছিলেন শাক্য-শোলাঙ্কি। মাঝখানে কয়েক বছর যোগাযোগ ছিল না। পরে এক কমন ফ্রেন্ডের মাধ্যমে তাদের আলাপ। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তিনি। কর্মসূত্রে নিউজিল্যান্ডে থাকেন শাক্য। ২০২৩ সালে কলকাতাতেই ডিভোর্স চূড়ান্ত হয়েছে তাদের। গত কয়েক বছর ধরেই অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে শোলাঙ্কির প্রেমের গুঞ্জন তুঙ্গে। তবে নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেন তারা।