ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ।আজ বৃহস্পতিবার সকাল ৮টায় টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ট্রেন বিকল হওয়ার ঘটনায় কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে। বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি পরিচালক মুহাম্মদ ওমর আলী বলেন, সকাল ৭টা ২০ মিনিটের দিকে ট্রেনটি বিকল হয়েছে। ফলে সকল ট্রেন যাতায়াত বন্ধ রয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন আসলে তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?