মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪
হাসপাতালে ভর্তি আহতরা। ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু