আজ মধ্যরাত থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি উপকূলীয় এলাকায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সব ধরনের মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা। অভয়াশ্রম সংরক্ষণে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। এদিকে নিষেধাজ্ঞাকালে জেলার ৪৩ সহস্রাধিক জেলে বেকার হয়ে পড়বেন। এতে কিস্তির টাকা পরিশোধ নিয়ে উদ্বেগে আছেন তারা। যদিও নিবন্ধিত জেলেদের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত খাদ্য সহায়তা হিসেবে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার। তবে শুধু চাল দিয়ে সংসার চালানো অনেক কঠিন। তাই আর্থিক সহায়তারও দাবি জেলেদের। এ সময় নৌকা-জাল মেরামত করবেন তারা।
অন্যদিকে আগামী ১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় জাটকা সংরক্ষণে হাটবাজার ও আড়তে অভিযান চালাবেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ সংক্রান্ত এক সভা শেষে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার এলাকার জেলে কামাল ও হৃদয় বলেন, যে খাদ্য সহায়তায় পাই, তাতে সংসার চলে না। এ ছাড়া আমরা ঋণের কারণে বেকায়দায় আছি। তাই আর্থিক সহায়তাও প্রয়োজন। যদিও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এ ছাড়া জেলেদের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞাকালে জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখতে এনজিওগুলোকে চিঠি দেব।
চাঁদপুর নৌপুৃলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান বলেন, আগামী দুই মাস জাটকা রক্ষায় দিনে-রাতে ৬টি করে ১২টি পুলিশের টহল দল কাজ করবে। এ ছাড়া হাইমচর এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়ি করে টহল জোরদার করব।
মেঘনায় ১৫ জেলের কারাদণ্ড : বুধবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চাঁদপুরের মেঘনায় নিষিদ্ধ জালে জাটকা ধরার অপরাধে আটক ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিসি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান এ সাজা দেন।
বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মতলব উত্তরের মো. রুবেল সরদার (৩০ দিন); ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেনÑ মতলব উত্তরের মো. হুমায়ুন মৃধা, আক্তার হোসেন, ইয়াকুব ব্যাপারী, ইয়াজল চোকদার, সাইদুল রহমান, আরিফুল ইসলাম, লিটন বর্মন, মো. হোসেন, আবুল হোসেন, মনির হোসেন, ছৈয়দ হোসেন, মো. সাদেক, মাদব চন্দ্র বর্মন ও মো. আলী নুর।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বুধবার অভিযানে কাচিকাটা থেকে জাটকা ধরা অবস্থায় ১৫ জেলেকে ১ লাখ মিটার কারেন্ট জাল, ৫টি বেহুন্দি জাল, ৫ কেজি জাটকা জব্দ ও একটি মাছ ধরার নৌকাসহ আটক করা হয়। জব্দকৃত জাটকা দুস্থদের মাঝে বিতরণ ও নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।