চলন্ত ট্রেনে আগুনের গুজব, লাফ দিয়ে অনেকে হতাহত
ভারতের ঝাড়খন্ড রাজ্যে চলন্ত ট্রেনে আগুন লাগার গুজবে লাফ দিয়ে নিচে পড়ে আরেকটি ট্রেনের নিচে কাটা পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার ঝাড়খন্ডের জামাত্রার কালাঝারিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এনডিটিভি জানিয়েছে, ভাগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেসের যাত্রীরা ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে লাফ দিয়েছিলেন। তারা যখন রেললাইনের ওপর দিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিলেন, এ সময় ওই পথ দিয়ে আরেকটি ট্রেন এসে তাদের ওপর দিয়ে চলে যায়।
এ ঘটনায় ঝাড়খন্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তর দপ্তর এক বিবৃতিতে বলেছে, জামাত্রার কালাঝারিয়া রেলস্টেশনে যাত্রীদের ওপর দিয়ে একটি ট্রেন চলে গেছে। কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর পাওয়ার পর তথ্য, স্বাস্থ্য ও দুর্যোগমন্ত্রী বান্না গুপ্ত জামাত্রার ডেপুটি কমিশনারকে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জামাত্রার সিভিল সার্জনকে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং হাসপাতালগুলোর সেবাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এ বিষয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় নিহত ব্যক্তিরা ট্রেনের যাত্রী ছিলেন না। তারা রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেনের নিচে চাপা পড়েন। ট্রেনে অগ্নিকাণ্ডের খবরও নাকচ করেছে তারা।