চলন্ত ট্রেনে আগুনের গুজব, লাফ দিয়ে অনেকে হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫২
শেয়ার :
চলন্ত ট্রেনে আগুনের গুজব, লাফ দিয়ে অনেকে হতাহত

ভারতের ঝাড়খন্ড রাজ্যে চলন্ত ট্রেনে আগুন লাগার গুজবে লাফ দিয়ে নিচে পড়ে আরেকটি ট্রেনের নিচে কাটা পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার ঝাড়খন্ডের জামাত্রার কালাঝারিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সংবাদমাধ্যম এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভাগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেসের যাত্রীরা ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে লাফ দিয়েছিলেন। তারা যখন রেললাইনের ওপর দিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছিলেন, এ সময় ওই পথ দিয়ে আরেকটি ট্রেন এসে তাদের ওপর দিয়ে চলে যায়।

এ ঘটনায় ঝাড়খন্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তর দপ্তর এক বিবৃতিতে বলেছে, জামাত্রার কালাঝারিয়া রেলস্টেশনে যাত্রীদের ওপর দিয়ে একটি ট্রেন চলে গেছে। কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর পাওয়ার পর তথ্য, স্বাস্থ্য ও দুর্যোগমন্ত্রী বান্না গুপ্ত জামাত্রার ডেপুটি কমিশনারকে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জামাত্রার সিভিল সার্জনকে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং হাসপাতালগুলোর সেবাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় নিহত ব্যক্তিরা ট্রেনের যাত্রী ছিলেন না। তারা রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেনের নিচে চাপা পড়েন। ট্রেনে অগ্নিকাণ্ডের খবরও নাকচ করেছে তারা।