বিপিএলের মধ্যেই ডিপিএলে দল বদলালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১
শেয়ার :
বিপিএলের মধ্যেই ডিপিএলে দল বদলালেন সাকিব

আর কিছুক্ষণ পরই বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। এর মধ্যেই অনলাইনে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দলবদল করলেন সাকিব। গতবার মোহামেডানে খেলা সাকিব এবার খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামালে যোগ দিয়েছেন ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানও। প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন সাব্বির রহমান, এনামুল হক, সানজামুল ইসলামসহ কয়েকজন ক্রিকেটার। এই ক্লাবে আগে থেকেই আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

দল বদলেছেন পেসার শরীফুল ইসলামও। গতবার প্রাইম ব্যাংকে খেলা শরীফুল এবার খেলবেন আবাহনীর হয়ে। সাকিবের সাবেক দল মোহামেডান থেকে আবাহনীতে যোগ দিচ্ছেন জাতীয় দলের আরেক পেসার খালেদ আহমেদ। আবাহনীর জার্সিতে খেলবেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। গতবার শেখ জামালে খেলা তাওহীদ হৃদয়ও এবার খেলবেন আবাহনীর হয়ে।

এবারের বিপিএলে থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার। তবে লিগের শুরুতে জাতীয় দলের খেলোয়াড়দেরও পাওয়া যাবে না। কারণ, আগামী ১ মার্চ বাংলাদেশে আসবে শ্রীলংকা। আর ডিপিএল শুরু হওয়ার কথা আগামী ৯ মার্চ।