আজ কোথায় কী আয়োজন
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আজ বুধবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
রাষ্ট্রপতির কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন দেবে বাংলাদেশ কর্ম কমিশন। বিকেলে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল পৌনে ৫টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য অধিবেশনে যোগ দেবেন তিনি।
ওবায়দুল কাদেরের কর্মসূচি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ, ক্রড়া সামগ্রী ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটরিয়ামে এসব কর্মসূচি হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিডা ও ইউএনডিএর কনফারেন্স
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিডা ও ইউএনডিএ’র যৌথ আয়োজনে ‘কোল্ড চেইন ইনভেস্টমেন্ট কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হবে। বিডার মাল্টিপারপাস হলে সকাল সাড়ে ১০টায় এ কনফারেন্স হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং সভাপতিত্ব করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।
এফবিসিসিআই’র সভা
রমজানকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর উৎপাদন, আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বেলা সাড়ে ১১টায় মতিঝিলে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন এফবিসিসিআই‘র সভাপতি মাহবুবুল আলম।
ডায়াবেটিস সচেতনতা দিবস
ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালিত হবে।
ডায়াবেটিক সমিতির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সকাল সাড়ে ৮টায় বারডেমের পাশে ওভারব্রিজের নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক শ্লোগান সংবলিত প্ল্যা-কার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে সমিতির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেবেন। দুপুর ১২টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেবেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক।
এছাড়া, বারডেমের ডেন্টাল সার্জারি বিভাগের সাম্মানিক সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর ডায়াবেটিস ও মুখের স্বাস্থ্য গ্রন্থের মোড়ক উন্মোচন হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
পুলিশের কর্মসূচি
বেলা পৌনে ১১টায় রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইনসে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ হবে। এতে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রাষ্ট্রপতির সহধর্মিণীর কর্মসূচি
সকাল পৌনে ১০টার দিকে রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজিত বার্ষিক সমাবেশ, আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
মেয়র তাপস
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কলাবাগান বাস স্ট্যান্ড সংলগ্ন) ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি-১ নম্বরে এ অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।
নানকের কর্মসূচি
মোহাম্মদপুর মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেবেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুর ১২টায় এ অনুষ্ঠান হবে।