আবাহনীর হয়েই খেলবেন জামাল
বেশ কিছু দিন আগেই জানা গিয়েছিল, আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবল ক্লাব সোল দে মায়োর সঙ্গে যাত্রা দীর্ঘায়িত হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। বাংলাদেশর ক্লাব ঢাকা আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। এই ক্লাবের হয়ে প্রিমিয়ার ফুটবল লিগে খেলতে চান জামাল। অবশেষে আবাহনী ও জামালের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর জার্সি গায়েই খেলবেন তিনি। চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব থেকে আবাহনী দলে দেখা যাবে তাকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনী ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। তিনি জানান, ‘জামালের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব থেকে আমরা তাকে আবাহনীর জার্সিতে দেখতে পাব।’
আগামী ৫ মার্চ থেকে শুরু আবাহনী দলের অনুশীলন। যদি জাতীয় দলের ক্যাম্পে যোগ না দেন, তা হলে ওই দিন থেকেই আবাহনী দলে দেখা যাবে জামালকে। আগামী মার্চের শুরুতে সৌদি আরবে ক্যাম্প গড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব ও কলকাতার মোহামেডানের হয়ে খেলেছেন এই ডেনমার্ক প্রবাসী ফুটবলার। এবার আবাহনীর হয়ে মাঠ মাতাবেন ৩৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। আর্জেন্টিনা ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশের লিগে ফিরছেন জামাল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবলের মৌসুম শেষ হয়েছে। আগামী মার্চে নতুন মৌসুম শুরু হবে। আর্জেন্টিনার ক্লাবটির হয়ে মোট ৬টি ম্যাচ খেলেছেন তিনি। তবে আর্জেন্টিনায় না খেলে দেশের লিগে আবাহনীর হয়ে পরিচিত দর্শকদের ফুটবল নৈপুণ্য দেখাবেন জামাল।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের