গুলশান জগার্স সোসাইটির সদস্যদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৫
শেয়ার :
গুলশান জগার্স সোসাইটির সদস্যদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

গুলশান জগার্স সোসাইটির সদস্যদের নিয়ে প্রথমবারের মতো ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। জগার্স সোসাইটির প্রাঙ্গনে গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলে আজ মঙ্গলবার পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধন করেন গুলশান জগার্সের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুলশান জগার্সের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী।।

টুর্নামেন্ট ১২টি দল নিয়ে খেলা শুরু হয়। খেলার শুরুতে অতিথিদের ফুল ও ব্যাজ দিয়ে ব্যাডমিন্টন কমিটি বরণ করে নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এম এ কামাল, সদস্য সচিব এম সফিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রিয়াজ হাসান খান তুহিন ও প্রধান অতিথি মোহা. নূর আলী।

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি করেন গুলশান জগার্স সোসাইটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।