রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

অনলাইন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৬
শেয়ার :
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর শাহজাহানপুরে ঝিল মসজিদ এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে দুই দফায় বিস্ফোরণে নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন দগ্ধের খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

সকালে দগ্ধরা হলেন মিন্টু মিয়া (৫০) ও বাচ্চু মিয়া (৪৫)। আর সন্ধ্যায় দগ্ধরা হলেন মিন্টু মিয়ার মেয়ে মারিয়া (১৮), মনির হোসেন (৪২), দেলোয়ার হোসেন(৫৭) ও আলী আকবর (৪৫)।