‘মালা’র জন্মদিনে ঢাকায় গাইবেন অঞ্জন দত্ত

বিনোদন প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১২
শেয়ার :
‘মালা’র জন্মদিনে ঢাকায় গাইবেন অঞ্জন দত্ত

অঞ্জন দত্তের শ্রোতানন্দিত গানগুলোর একটি ‘মালা’। ভক্ত-শ্রোতাদের কাছে আজও এই গানের কথাগুলোর আবেদন চিরসবুজ। ভেঙে যাওয়া প্রেমের নস্টালজিয়ায় ডুব দেন তারা। ফিরে যান অতীতে।

গানটি প্রকাশের কিছুদিন পরই গায়ক জানান, সেই ১২ই মে তার জীবন থেকে চলে গিয়েছিল মালা। এরপর থেকে দিনটি অঞ্জন ভক্তদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। এবার এই বিশেষ দিনে ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। কনসার্টের শিরোনাম ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’।

জানা গেছে, মালার জন্মদিন উদযাপন করার পরিকল্পনাতেই এই কনসার্টের আয়োজন করেছে আর্কলাইট ইভেন্টস।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ডা. ইমতিয়াজ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি অঞ্জন দত্তের বিশাল ফ্যান। তার গানের চরিত্ররা আমার খুবই প্রিয়। দেখা গেছে, প্রতি বছরই মালার বার্থ ডে সেলিব্রেট করছি। আরও অঞ্জন ফ্যানরাও হয়তো আমার সঙ্গে থাকতেন। তো গত বছর দাদার (অঞ্জন) সঙ্গে বিষয়টি শেয়ার করার পর, আমি ও দাদা দুজন মিলেই পরিকল্পনা করি- এ বছর মালার বার্থ ডে সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করা যায় কি-না। সেই পরিকল্পনা অনুসারেই এই আয়োজন।’

কনসার্টটি অনুষ্ঠিত হবে মালার জন্মদিনের ঠিক আগের দিন সন্ধ্যায়, অর্থাৎ আগামী ১১ মে। ভেন্যু রাজধানীর পূর্বাচলের ঢাকা এরিনা। এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবেন তরুণ গায়ক আহমেদ হাসান সানি। থাকবে ব্যান্ডদল কাকতাল।

উল্লেখ্য, ১৯৯৬ সালে মুক্তি পায় অঞ্জন দত্তের ‘ভালোবাসি তোমায়’ নামের একটি অ্যালবাম। এতে ছিল ‘মালা’ গানটি। এটি তিনি তৈরি করেছিলেন ব্রিটিশ গায়ক পিটার সারস্টেডের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ গান অবলম্বনে। যা বিভিন্ন সাক্ষাৎকারে অঞ্জন নিজেই জানিয়েছেন।