বাড়ির সীমানায় ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২
শেয়ার :
বাড়ির সীমানায় ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলার প্রতিবাদ করায় ও জমাট থাকা ময়লা পানি নিয়ে বিরোধে খুরশীদ আলম (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত বৃদ্ধ খুরশীদ আলম (৬০) উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো. শহীদুল্লাহ (৬৫), শহীদুল্লাহর ছেলে মো. অলিউল্লাহ শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

স্থানীয়রা জানান, আজ সকালের খুরশীদ আলমের বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানি নিয়ে তার প্রতিবেশী শহীদুল্লার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মারপিট করেন এবং মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধ খুরশীদ মারা যান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।