ট্রান্সকম গ্রুপের সেই ৫ কর্মকর্তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা
অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে করা তিন মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করেছেন আদালত। জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার আসামিদের জামিনের আদেশ বাতিল করে দেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রান্সকমের এ পাঁচ কর্মকর্তার আইনজীবী জামিরুল ইসলাম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জামিন বাতিল হওয়া পাঁচ কর্মকর্তা হলেন ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, করপোরেট ফাইন্যান্সের পরিচালক মো. কামরুল হাসান, করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক ও অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।
গত বৃহস্পতিবার তিন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরের দিন শুক্রবার তাদের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী। তাদের বিরুদ্ধে মামলাগুলো করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক। বাদী তার মা, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ও বোন, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানকেও আসামি করেছেন।