বিয়ে করছেন অনুপম, জানা গেল হবু স্ত্রীর পরিচয়

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৫
শেয়ার :
বিয়ে করছেন অনুপম, জানা গেল হবু স্ত্রীর পরিচয়

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিয়ের দিনক্ষণও। আগামী ২ মার্চ সাত পাকে বাঁধা পড়ছেন এই শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে অনুপম জানান, পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে করবেন তিনি। পাত্রী টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পাল। খুব বড়সড় আয়োজনে আপত্তি গায়কের।

জানা গেছে, দুজনের বন্ধুত্বটাও ছিল আগে থেকেই। পরে তা প্রেমে পরিণত হয়। অনুপম ও প্রস্মিতা একসঙ্গে কাজ করেছেন ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটিতে। এ ছাড়াও গায়িকার ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গান দুটি বেশ জনপ্রিয়।

ওপার বাংলার একাধিক সাংবাদমাধ্যম বলছে, গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রস্মিতার সঙ্গে গায়কের প্রেমের গুঞ্জন। সেখানে অনুপমের হাতেগোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রস্মিতাও। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, প্রস্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তাই সেসময় দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই।

উল্লেখ্য, ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। তবে বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এর পর গত বছরের নভেম্বরে অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পিয়া।