বুরকিনা ফাসোয় গির্জায় হামলা, নিহত ১৫
বুরকিনা ফাসোর একটি ক্যাথলিক গির্জায় বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বুরকিনা ফাসোর বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। দেশটির বেশিরভাগ অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গতকাল রবিবারে ইসাকেন নামের এই গ্রামের হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার। গির্জা কর্মকর্তারা জানান, সে সময় একটি বড় জমায়েত চলছিল সেখানে। নিহতরা সবাই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের লোক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সরকারি সূত্র জানায়, বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলে ১২ জনের ও চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস