আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি:
বিশ্বের ৮০ দেশকে হারিয়ে ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংর্বধনা দেবে ছাত্রলীগ। এতে থাকবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এ অনুষ্ঠান হবে।
বিএনপির কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কারাগারে মৃত্যু হওয়া বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বেলা ১১টায় রাজধানীর পূর্ব জুরাইনের তার বাসায় যাবেন মঈন খান।
র্যাবের ব্রিফিং:
বহুল আলোচিত নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলামকে (৫০) নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ নিয়ে টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যাালয়ে সংবাদ সম্মেলন করবেন অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
নাগরিক সংহতির কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ধর্ষকদের বিচার এবং ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার জন্য প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছাত্র ইউনিয়নের নেতা অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে একটি নাগরিক সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় শাহবাগে এ সমাবেশ শুরু হবে।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক কোওর্ডিনেটর গুইন লুইস ও ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসার এবং কলাকুশলী মিসেস লুইস বারবার সিনিয়র। পরিবাগে সকাল ১০টায় এ বৈঠক হবে।
সাঈদ খোকনের কর্মসূচি:
বংশালে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এতে উপস্থিত থাকবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিকেল ৩টায় সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ডিএমপির ব্রিফিং:
দাগি অপরাধী, নন-বাংলাদেশি ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দেয়া শক্তিশালী চক্র শনাক্ত। আনসার সদস্য, রোহিঙ্গা নারী-পুরুষ ও দালালসহ ২৩ জন গ্রেপ্তার হয়েছেন। এডিশনাল কমিশনার ডিবির সংবাদ সম্মেলন বেলা সাড়ে ১১টায়, স্থান ডিএমপির মিডিয়া সেন্টার।