ব্যাংকের ছাদে মিলল নৈশপ্রহরীর মরদেহ
চাঁদপুরের হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে চাঁদপুর মতলব উত্তর উপজেলার গজরা বাজার কৃষি ব্যাংকের ছাদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
শাহাদাত গজরা ইউনিয়নের গজরা গ্রামের প্রধানিয়া বাড়ির ছামাদ প্রধানিয়ার ছেলে। গত দুই মাস আগে কৃষি ব্যাংক গজরা বাজার শাখায় নৈশপ্রহরী হিসেবে কাজ যোগদান করেন তিনি।
শাহাদাতের ফুফু রহিমা বেগম ওই ব্যাংকে রান্না-বান্নার কাজ করেন। তিনি জানান, রাতে কাজ শেষে বাড়ি না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা দেখতে পায়।
সাজ্জাদের মা শিরিন বেগম বলেন, ‘দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে। মাত্র এক মাসের বেতন পেল। প্রতিদিন বিকেলে বাড়ি থেকে ব্যাংকে আসে, আর সকালে বাসায় ফিরে। সকাল ৮টায় বাড়িতে না যাওয়ায় আমি নিজে ব্যাংকে আসি। এসে দেখি ব্যাংকের সব দরজা তালা বদ্ধ। পরে চলে যাই। মনে করেছি কোনো দোকানে নাস্তা খেতে গেছে। আমার ছেলের কোনো শত্রু নেই। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল জানান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন না তিনি।
ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘তদন্ত কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’