বইমেলায় জিনিয়া জেনিসের প্রথম উপন্যাস ‘লিপস্টিক’

অনলাইন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭
শেয়ার :
বইমেলায় জিনিয়া জেনিসের প্রথম উপন্যাস ‘লিপস্টিক’

একুশে বইমেলায় এসেছে জিনিয়া জেনিসের প্রথম উপন্যাস ‘লিপস্টিক’। এতে শত বাঁধা বিপত্তি পেরিয়ে এক প্রেমিক যুগলের জীবন সংগ্রামের কঠিন চিত্র ফুটে এসেছে। উপন্যাসের অন্যতম চরিত্র হলো জাদিব, যে সীমাহীন অনিশ্চতার মাঝেও আশায় বুক বাঁধার মতো শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী।

অন্যদিকে গল্পের নায়িকা নিমার জীবন সাদামাদা। তার জীবনে লিপস্টিকের রঙিন পরশ এঁকে দেয় এক নতুন পরিচয়। বহু দিনের স্বপ্নকে বাস্তব রূপে দেখার পরিচয়। অবশ্য এই কঠিন পথ পাড়ি দেওয়া তার জন্য সহজ ছিল না। এ ক্ষেত্রে তার চলার পথে সাহস জোগায় জাদিব। সে না থাকলে হয়তো নিমা হারিয়ে যেত হতাশার অমানিশায়। 

মানুষের ভাবনা কিংবা দুর্ভাবনা অনেক সময় তন্দ্রার আবেশে তার সামনে দৃশায়িত হয়। লিপস্টিককে কেন্দ্র করে তেমনই এক দুর্ভাবনা বারবার নিমার মাঝে আসে, সেটাকে উপন্যাসের একটা ইন্টারেস্টিং পার্ট বলা যেতে পারে। লিপস্টিক মূলত জাদিব ও নিমার ভালোবাসার গল্প। শত বাঁধা পেরিয়ে ছুটে চলা এক নারীর জিতে যাওয়ার গল্প। 

তাম্রলিপি প্রকাশনী কর্তৃক প্রকাশিত ‘লিপস্টিক’ উপন্যাস পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার প্যাভিলিয়ন- ১৫ তে। 

এর আগে কয়েকটি গল্প সংকলনে জিনিয়া জেনিসের লেখা ছোটগল্প ও কবিতা প্রকাশ পায়। এরপর ২০২২ সালে তার একক গল্প সংকলন ‘আনন্দ বর্ষণ’ প্রকাশিত হয় পেন্সিল পাবলিকেশনস থেকে। এবার ছোট গল্প পেরিয়ে ‘লিপস্টিক’ উপন্যাসটি তার প্রথম প্রচেষ্টা।