কনকচাঁপার ‘কাটাঘুড়ি ৩’ আসছে বইমেলায়
গানের পাশাপাশি সংগীতশিল্পী কনকচাঁপার ছবি আঁকার হাত বেশ ভালো, তা অনেকের জানা। তার আরও একটি পরিচয়- তিনি একজন ভালো লেখকও। ‘স্থবির যাযাবর’ বইটির মধ্যদিয়ে লেখক হিসেবে এই শিল্পীর আত্মপ্রকাশ ঘটে ২০১০ সালে। এরপর বাজরে আসে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ শিরোনামের আরও দুটি বই।
মাঝে বিরতি নিয়ে বইমেলায় কনকচাঁপা প্রকাশ করেন তার আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি’। যেখানে ওঠে আসে বাবা-মায়ের সঙ্গে কাটানো শিল্পীর নানা স্মৃতি। এর ধারাবাহিকতায় পরবর্তীতে প্রকাশ হয় ‘কাটাঘুড়ি ২’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবার অমর একুশের বইমেলায় আসছে শিল্পীর আত্মজীবনী সিরিজ ‘কাটাঘুড়ি ৩’। এটি প্রকাশ হবে অনন্যা প্রকাশনী থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তার কথায়, ‘আসছে বইমেলায় আমার আত্মজীবনী সিরিজ “কাটাঘুড়ি ৩” বইটি আসছে ইনশাআল্লাহ অনন্যা প্রকাশনী থেকে। ইচ্ছে করলে সেখানে “কাটাঘুড়ি”, “কাটাঘুড়ি ২” এবং আমার লেখা প্রথম বই “স্থবির যাযাবর”ও পাওয়া যাবে অনন্যার স্টলে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট