সৌদি আরবে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪০
শেয়ার :
সৌদি আরবে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন আব্দুল গফুর (৪৫) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

আব্দুল গফুর ব্রাহ্মণবাড়িয়া সদর মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্ৰারামের আলী হোসেনের ছেলে। পাঁচ মেয়ের জনক ছিলেন তিনি।

তার ভাতিজা মাহফুজ জানান, তার কাকা দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।

নিহত গফুরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রয়েছে। মরদেহ দেশে আনতে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবারের সদস্যরা।