ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ২১:০৭
শেয়ার :
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু

রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ইউনিয়নের নয়ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলেন, পাংশা উপজেলার কুড়িপাড়া গ্রামের আজাদের ছেলে গালিব ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিমন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই গালিবের মৃত্যু হয়। ‍আহত লিমনকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে আসার পথে তিনিও মারা যান। 

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে।